BY- Aajtak Bangla

নিয়ম জানলে বজ্রপাতে কেউ মরত না, কীভাবে বাঁচবেন? জরুরি তথ্য

26 May, 2025

জেনে নিন সহজ ১০টি নিয়ম যা বজ্রপাতের সময় আপনাকে রক্ষা করবে। এই রিপোর্ট পড়ুন, শেয়ার করুন—কারণ একটুকু সচেতনতাই বাঁচাতে পারে জীবন।

১. বজ্রপাত শুরু হলে খোলা জায়গা এড়িয়ে চলুন গাছের নিচে দাঁড়ানো, মাঠে ঘোরাঘুরি, খালি পায়ে হাঁটা—সবই মারাত্মক। বাড়িতে থাকুন বা শক্ত গাড়ির ভিতরে আশ্রয় নিন।

২. মোবাইল বা ধাতব জিনিস ব্যবহার বন্ধ করুন বজ্রপাতের সময় মোবাইল ফোনে কথা বলা, হেডফোন ব্যবহার বা ধাতব জিনিস ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।

৩. বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন কম্পিউটার, টিভি, ফ্রিজ ইত্যাদি যন্ত্রের প্লাগ খুলে দিন বজ্রপাতের সময়। বিদ্যুৎ প্রবাহ রোধে এটা জরুরি।

৪. জল থেকে দূরে থাকুন পুকুর, নদী বা এমনকি বাথরুমেও থাকবেন না বজ্রপাতের সময়। জল বিদ্যুৎ পরিবাহক, বিপদ বাড়ে।

৫. খোলা জানালা-দরজা বন্ধ রাখুন বজ্রপাতের সময় জানালা, দরজা খুলে রাখলে ইলেকট্রিক চার্জ ভিতরে প্রবেশ করতে পারে।

৬. নিচু হয়ে থাকুন, কিন্তু শুয়ে পড়বেন না খোলা মাঠে থাকলে, নিচু হয়ে দুই পা জড়ো করে বসুন। মাটির সঙ্গে কম সংযোগ রাখাই সুরক্ষার চাবিকাঠি।

৭. টিন বা লোহার ছাউনি যুক্ত ঘরে আশ্রয় নেবেন না ধাতব ছাউনিতে বজ্রপাত পড়লে শরীরে বিদ্যুৎ পৌঁছে যেতে পারে। কংক্রিটের ঘর সবচেয়ে নিরাপদ।

৮. বজ্রপাত গুনে দূরত্ব হিসাব করুন আলো দেখার পর শব্দ আসতে যত সেকেন্ড, সেটিকে ৩ গুণ করলে বজ্রপাতের দূরত্ব (কিমি) বোঝা যায়।

৯. গাড়িতে থাকলে জানালা বন্ধ রাখুন গাড়ি বজ্র প্রতিরোধ করে, কিন্তু জানালা খোলা থাকলে ভিতরে বিদ্যুৎ ঢুকতে পারে।

১০. বজ্রপাত চলাকালীন অন্যের সাহায্য করতে গিয়ে নিজের জীবন বিপন্ন করবেন না দুর্ঘটনার পর বিদ্যুৎস্পৃষ্ট মানুষকে স্পর্শ করার আগে নিশ্চিত হোন, সে বিদ্যুৎহীন। না হলে আপনিও বিপদের মুখে পড়বেন।