BY- Aajtak Bangla
26 NOVEMBER, 2023
আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা এবং আসানসোল থেকে রাত্রিকালীন শিলিগুড়িরগামী বাস পরিষেবা চালু হয়ে যাবে।
শুরুতে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ি বাস পরিষেবা চালু হবে। দুটি বাস আপ ও ডাউন পরিষেবা দেবে।
পরবর্তীতে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে একটি বাস পরিষেবা শুরু হবে এবং বাঁকুড়া থেকেও আরও একটি বাস পরিষেবা পাওয়া যাবে শিলিগুড়ির জন্য।
বাসগুলিতে পুশব্যাক আসনের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য। বাসগুলি হবে ডিলাক্স ক্যাটাগরির।
তবে ভাড়া খুব বেশি হবে না বলেও জানা যাচ্ছে। ১১ ঘণ্টার এই পথ সফরের জন্য যাত্রীদের ৫০০ টাকা মত খরচ করতে হবে।
১১ ঘণ্টার এই পথ সফরের জন্য যাত্রীদের ৫০০ টাকা মত খরচ করতে হবে। চালু হলেই চাহিদা তুঙ্গে থাকবে বলেই মনে করা হচ্ছে।
নিগমের চেয়ারম্যান জানান, তাঁদের কাছে এখন ৯০টি সিএনজি-চালিত বাস রয়েছে। আরও ৯০টি নতুন বাস তাঁরা পেতে চলেছেন।
এ ছাড়াও আসতে চলেছে কিছু ডিজ়েলচালিত বাস। আগামী তিন মাসের মধ্যে দৈনিক ৮০০টি বাস দূরপাল্লার বিভিন্ন রুটে চালানোর বিষয়ে তাঁরা আশাবাদী।
বিভিন্ন নিগম মিলিয়ে আরও ২৭০টির কাছাকাছি বাস কেনা হচ্ছে।