22 May 2024
BY- Aajtak Bangla
UPI দিয়ে অনলাইন পেমেন্টের সময়ে কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন? আসুন শিখে নেওয়া যাক।
প্রতারকরা অনেক সময়ে ইলেকট্রিক বিল, EMI-এর আকারে UPI অ্যাপের পেমেন্ট রিকোয়েস্ট পাঠায়। ভুলেও এই ফাঁদে পা দেবেন না।
কাকে টাকা দিচ্ছেন সেটা বারবার যাচাই করুন।
পেমেন্ট করার সময়ে সতর্ক থাকুন। ২০০ টাকা দিতে গিয়ে ভুল করে ২০,০০০ টাকা দিয়ে ফেলবেন না!
হাজারো পেমেন্ট অ্যাপের প্রয়োজন নেই। সুপরিচিত কোনও পেমেন্ট অ্যাপই ব্যবহার করুন।
অফারের লোভে নতুন, অজানা পেমেন্ট অ্যাপ ইনস্টল করবেন না।
অলনাইন শপিং ওয়েবসাইট বা অন্য কোনও আকারে প্রতারকের অজানা মেইল/SMS থেকে সাবধান। টাচও করবেন না।
স্মার্টফোন থাকলেই তাতে স্ক্রিন লক দিয়ে রাখুন।