10 May 2025

BY- Aajtak Bangla

সেলফিতেই ধরা পড়বে ক্যান্সার! জানা যাবে রোগীর বাঁচা-মরার সম্ভাবনাও

সেলফির প্রতি আসক্তিকে ‘মানসিক রোগ’ বলে দাগিয়ে দেন অনেকেই।  কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু এই সেলফিকেই ক্যান্সার নির্ণয়ের অন্যতম অস্ত্র বানাতে চলেছে।

উন্নত প্রযুক্তির মাধ্যমে সেলফিতে তোলা মুখের ছবিই বলে দেবে, শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কি না।

শুধু তাই নয়, সেলফিই বলে দেবে ক্যান্সার আক্রান্ত রোগীর বাঁচার সম্ভাবনা ঠিক কতটা।

একটি সেলফি দেখে কৃত্রিম বুদ্ধিমত্তা মুখের ধরন নিখুঁত ভাবে বিশ্লেষণ করে শরীরের অসুখবিসুখের খুঁটিনাটি বলে দিতে পারবে। 

আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির ‘মাস জেনারেল ব্রিগহ্যাম’ গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা AI-এর সাহায্যে নয়া প্রযুক্তি তৈরি করে এই বিষয়টি দাবি করেছেন। 

সেলফি দেখে AI চোখ ও মুখের সূক্ষ্ম রেখা বিশ্লেষণ করে ধরতে পারবে শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে কি না। সেই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে ‘ফেসএজ’।

‘দ্য ল্যানসেট ডিজিটাল হেল্‌থ’ জার্নালে ‘ফেসএজ’ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, ‘ফেসএজ’ হল ‘ডিপ লার্নিং অ্যালগরিদম’। 

মুখের রেখা ও রেটিনা দেখে শরীরের আসল বয়স কত তা নির্ণয় করা যাবে। 

ক্যান্সার হলে শরীর খুব দ্রুত বুড়িয়ে যেতে থাকে। তার ছাপ পড়ে চোখেমুখেও। যা খালি চোখে বোঝা সম্ভব নয়। সেই কাজটিই করবে AI.