24 June, 2024

BY- Aajtak Bangla

সিম কার্ডের নিয়মে বদল, ১ জুলাই থেকে করতে পারবেন না এই কাজ

সিম কার্ডের নিয়মে বদল, ১ জুলাই থেকে করতে পারবেন না এই কাজ

BY- Aajtak Bangla

সিম কার্ডের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। ভারতের টেলিকম রেগুলেটর (TRAI) সাইবার জালিয়াতি ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে। 

সাইবার জালিয়াতি রুখতে TRAI সিম পোর্টিং সংক্রান্ত নিয়মে পরিবর্তন করেছে। চলতি বছরের মার্চে এই পরিবর্তনের বিষয়ে জানা যায়। ওই সময় বলা হয়েছিল, ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। 

নতুন নিয়ম অনুসারে, সিম সোয়াপ বা প্রতিস্থাপনের পরে, আপনাকে ৭ দিন পর্যন্ত লক-ইন পিরিয়ডে থাকতে হবে। এই সময়ের মধ্যে, ব্যবহারকারীরা মোবাইল নম্বর পোর্ট করতে পারবেন না।

মোবাইল নম্বর পোর্টে (MNP), ব্যবহারকারীরা একটি টেলিকম নেটওয়ার্কের পরিষেবা ছেড়ে অন্য টেলিকম সার্ভিসে যোগ দেন। এতে ফোন নাম্বারের কোনও পরিবর্তন হয় না। এটি MNP নামে পরিচিত।

সাধারণত, সিম হারিয়ে গেলে, চুরি হলে বা ভেঙে গেলে, কেউ টেলিকম কোম্পানির কাস্টমার কেয়ার এবং কোম্পানির অফিসিয়াল স্টোরে গিয়ে নতুন সিম নিতে পারেন। একে বলা হয় সিম সোয়াপিং(Swapping) বা প্রতিস্থাপন।

এদিকে সাইবার প্রতারকরা এরই অপব্যবহার করছে। অনেক ব্যবহারকারীই ভুল আইডি এবং অন্যান্য পদ্ধতি ব্যবহার করে অন্য কারও নামে থাকা সিম সোয়াপ করে নেন। এর পরে তাঁরা কোনও ভুক্তভোগীর অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেন। 

নম্বর পেয়ে যাওয়ায় হ্যাকাররা এভাবে সহজেই OTP পেয়ে যায়।

এভাবে নম্বরের সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। আবার এর মাধ্যমে স্পর্শকাতর তথ্য চুরির মতো ঘটনাও ঘটতে পারে।

TRAI এই সিদ্ধান্ত বাস্তবায়নের তারিখ ১ জুলাই ২০২৪ হিসাবে ঘোষণা করেছিল। তারিখ বাড়ানোর বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।