BY- Aajtak Bangla
06 SEPTEMBER, 2024
৩৯ হাজারের বেশি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্টাফ সিলেকশন কমিশন (SSC)। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা SSC ssc.gov.in-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন।
যোগ্য প্রার্থীরা ৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর।
আবেদনপত্রে কোনও ভুল থাকলে ৫ থেকে ৭ নভেম্বরের মধ্যে তা সংশোধন করা যাবে।
বিএসএফ-এ ১৫৬৫৪ জন, সিআইএসএফ-এ ৭১৪৫ জন, সিআরপিএফ-এ ১১৫৪১ জন, এসএসবিতে ৮১৯ জন ও আইটিবিপি ৩০১৭ জন এআর-এ ১২৪৮ জন এসএসএফ-এ ৩৫জন ও এনসিবি-তে ২২ ভ্যাকেন্সি রয়েছে।
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীদের বয়স ১ জানুয়ারী, ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৩ বছর হতে হবে। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে।
জিডি কনস্টেবল পদের জন্য নির্বাচনের মধ্যে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE), শারীরিক মান পরীক্ষা (PST), শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), মেডিকেল পরীক্ষা এবং নথি যাচাই হবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBE) কমিশন ইংরেজি, হিন্দি এবং ১৩টি আঞ্চলিক ভাষায় হবে। সিবিই পরীক্ষা এক ঘণ্টার হবে।
যাতে ৮০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন করা হবে। প্রতিটি প্রশ্ন দুই নম্বরের হবে।
এসএসসি জিডি কনস্টেবল পদের জন্য নির্বাচিত প্রার্থীরা বেতন স্তর। এর অধীনে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন পাবেন।
যেখানে NCB-তে, কনস্টেবল পদের বেতন হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন স্তর ৩ এর অধীনে।
আবেদন ফি ১০০ টাকা। BHIM UPI, Net Banking, Visa, MasterCard, Maestro, RuPay ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইনে ফি দেওয়া যেতে পারে।