BY- Aajtak Bangla

১০,০০০ টাকা পুঁজির ব্যবসা, মাসে কামাবেন ১৫ হাজার

03 OCTOBER, 2023

অনেকেই ব্যবসা শুরু করতে ভয় পান। অনেকের ইচ্ছে থাকলেও বড় পুঁজি বা তার জন্য ঋণ নেওয়ার ভয়ে ব্যবসা শুরু করতে পারেন না।

তবে ব্যবসা শুরু করতে হলেই যে মোটা অঙ্কের বিশাল পুঁজি লাগবেই, এমনটা কিন্তু নয়। মাত্র ১০ ১২ হাজার টাকা বিনিয়োগ করেও ব্যবসা শুরু করা যায়।

অবাক হচ্ছেন? বেতন ভিত্তিক চাকরির নিরাপত্তার কথা না ভেবে যাঁরা স্বাধীন ভাবে ব্যবসা শুরু করে মাসে ১৫ ১৬ হাজার টাকা উপার্জন করতে চান, এই প্রতিবেদন তাঁদের জন্যই।

আজ এমন একটি ব্যবসা সম্পর্কে জেনে নিন যা মাত্র ১০ ১২ হাজার টাকা বিনিয়োগেই শুরু করা যায় এবং মাস গেলে মোটামুটি ১৫ হাজার টাকা আয় করতে পারবেন...

স্বল্প পুঁজিতে বড় মুনাফা কামাতে চাইলে মোমবাতি তৈরীর ব্যবসা শুরু করতে পারেন। বিদ্যুতের ঘাটতি, লোড শেডিং ছাড়াও একাধিক রুচি সম্পন্ন হোটেল, রেস্তোরাঁগুলোতে সাজসজ্জার জন্য মোমবাতির ব্যবহার করা হয়।

ঘরোয়া প্রয়োজন ছাড়াও বিভিন্ন নকশাদার মোমবাতি উপহার হিসাবেও দেন অনেকে। তাই সামান্য পুঁজিতে মোমবাতি তৈরির ব্যবসা শুরু করতে পারলে প্রতি মাসে ১৫ ১৬ হাজার টাকা অনায়াসেই কামাতে পারবেন।

মোমবাতি তৈরীর প্রক্রিয়া প্রায় সকলেই জানেন। না জেনে থাকলে গুগল, ইন্টারনেটের জামানায় ইউটিউবে সহজেই মোমবাতি বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া সহজেই জেনে নিতে পারবেন।

মাত্র ১০ ১৫ হাজার টাকা পুঁজি আর সঙ্গে ২ ৩ জনের লোকবল চাই। এই নিয়েই বাড়িতে বসেই এই ব্যবসা শুরু করা যায়।

মোমবাতি বানিয়ে পাইকারি বাজারে বিক্রি করে মাসে অন্তত ১৫ ১৬ হাজার টাকা উপার্জন করতে পারেন।