23 May, 2023
BY- Aajtak Bangla
প্রখর রোদ ও তাবপ্রবাহ নিয়ে কাজের জন্য বাইরে বের হতে আমরা বাধ্য হই।
এই গরমের জন্য মানুষ অসুস্থ হয়ে যেতে পারেন। তাই বাড়ির বাইরে যাওয়ার আগে ব্যাগে অবশ্যই এই জিনিসগুলি রাখুন।
গরমের কারণে আপনাকে ক্লান্ত দেখায় এবং মুখে তেল জমা হতে থাকে।
এরকম অবস্থায় আপনি ব্যাগে সবসময় ওয়েট ওয়াইপ রাখতে পারেন। এটা দিয়ে মুখ পরিষ্কার করলে আপনার মুখ পরিষ্কার হবে ও দুর্গন্ধ থেকে রেহাই পাবেন।
গরমে শরীরে ডিহাইড্রেশন শুরু হয়। তাই ব্যাগে সব সময় জলের বোতল রাখতে ভুলবেন না।
রোদ থেকে বাঁচতে সানগ্লাস সবচেয়ে ভালো বিকল্প। ব্যাগে এটাও সবসময় রাখবেন।
দরকার পড়লে একটা ছাতাও ব্যাগে সব সময় নিয়ে রাখুন। রোদ থেকে বাঁচতে এটা আপনার সহায়ক হবে।
সরাসরি রোদের সংস্পর্শে আসলে সানবার্ন হতে পারে। তাই নিজের সঙ্গে একটি স্কার্ফ সব সময় রেখে দিন।
সম্ভব হলে ব্যাগে গ্লুকোজ রেখে দিতে পারেন।
ত্বককে জ্বালার থেকে বাঁচানোর জন্য আপনি ব্যাগে গোলাপ জল ও সানস্ক্রিন রাখতে ভুলবেন না।