BY- Aajtak Bangla

এবার মহালয়ায় সূর্যগ্রহণ, কখন লাগছে-ছাড়ছে কখন?

13 OCTOBER, 2023

এ বছর বছরের শেষ গ্রহণ হতে চলেছে সর্ব পিতৃ অমাবস্যা তিথিতে। এইবার শুধুমাত্র কিছু নির্দিষ্ট স্থান থাকবে যেখানে এই সূর্যগ্রহণ দেখা যাবে। 

এদিন অর্থাৎ ১৪ তারিখ রাত ৮টা ৩৪ মিনিটে গ্রহণ শুরু এবং চলবে মাঝ রাত পার করে। 

গ্রহণ ছেড়ে যাবে ১৫ অক্টোবর রাত ২টো ২৫ মিনিটে। 

সূর্যগ্রহণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা ইত্যাদি থেকে দৃশ্যমান হবে। 

সূর্যগ্রহণকে দুর্ভাগ্যজনক সময় হিসাবে বিবেচনা করা হয়। যে কোনও পবিত্র কাজ বা ভাল কিছু করা এই সময়ে সীমাবদ্ধ।

এইবার ভারতে সূর্যগ্রহণ দেখা যাবে না কারণ এটি রাত ১১ টার পরে পড়বে তাই এই সময় এই সীমাবদ্ধ সময়কাল বিবেচনা করা হবে না।