10 May, 2025

BY- Aajtak Bangla

সিভিলিয়ানদের সেনাবাহিনীতে চাকরির সুযোগ টেরিটোরিয়াল আর্মিতে, কীভাবে আবেদন

শচীন ধোনি টেরিটোরিয়াল আর্মির সদস্য হয়ে দেশের সেবা করছেন। আপনিও মাত্র কয়েকটি ধাপে সেনাবাহিনীর এই ইউনিটে যোগ দিতে পারেন

১. টেরিটোরিয়াল আর্মি কী? টেরিটোরিয়াল আর্মি হল ভারতীয় সেনাবাহিনীর স্বেচ্ছাসেবক রিজার্ভ ফোর্স, যেখানে দেশের নাগরিকরা সাময়িক ভিত্তিতে দেশের জন্য কাজ করতে পারেন।

২. সেলিব্রিটিদের সংযুক্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ২০১১ সালে টেরিটোরিয়াল আর্মির প্যারা (Airborne) ইউনিটে লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত হন। তিনি নিজে প্রশিক্ষণও সম্পূর্ণ করেন।

৩. যোগ্যতা কী লাগবে? প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন।

৪. কে আবেদন করতে পারেন? কোনো সরকারি কর্মী, সশস্ত্র বাহিনীতে কর্মরত, বা পুলিশে নিযুক্ত ব্যক্তিরা ছাড়া বাকি ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারেন।

৫. আবেদন পদ্ধতি আবেদন করতে হয় www.jointerritorialarmy.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করে।

৬. নির্বাচনী প্রক্রিয়া লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হয়।

৮. প্রশিক্ষণ নিযুক্ত প্রার্থীদের একটি নির্দিষ্ট সময়ের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়, যা সব রিজার্ভ সদস্যদের জন্য বাধ্যতামূলক।

৯. সুবিধা ও সম্মান সরকারি সুযোগ-সুবিধা ছাড়াও দেশের সেবা করার সম্মান ও সুযোগ মেলে। প্রয়োজনে তাঁরা পুরোপুরি সেনা দায়িত্বেও নিযুক্ত হতে পারেন।

১০. ভবিষ্যৎ সম্ভাবনা দেশপ্রেমের পাশাপাশি চাকরি, সুনাম এবং সামাজিক সম্মান—সবই পাওয়া যায় এই বাহিনীতে যোগ দিয়ে।