30 September, 2023
BY- Aajtak Bangla
ভারতে টু-হুইলারের প্রতি আমজনতার একটা আলাদা আবেগ রয়েছে। এদেশে মোটরসাইকেলের বাজারও অনেক বড়।
হিরো স্প্লেন্ডার- সস্তায় পুষ্টিকরের আরেক নাম এই বাইক। তেলও কম খায়, রোজের যাতায়াতের জন্যও দারুণ।
বাজাজ পালসার- কমিউটার বাইকও যে স্পোর্টি হতে পারে, সেই ধারণাই শুরু করেছিল বাজাজের এই আইকনিক বাইক।
TVS Apache- পালসারের পরে যদি আর কোনও বাইক সেই একই ক্যাটাগরিতে পড়ে, তবে সেটি অ্যাপাচে।
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক, বুলেট- এই বাইকের আলাদা ফ্যানবেস রয়েছে৷
Honda Activa- স্কুটার সেগমেন্টে এর প্রাধান্য। রোজের ব্যবহারের জন্য় বেশ ভাল।
Yamaha R15- কম বাজেটে স্পোর্টসবাইক চাইলে R15-এর জুড়ি মেলা ভার।
Honda CB Shine- কম দামে ভাল কমিউটার হিসাবে বেশ জনপ্রিয়। সেই সঙ্গে হোন্ডার নির্ভরযোগ্য ইঞ্জিন তো আছেই।
KTM- ডিউক ও আরসি, দুই-ই বেশ জনপ্রিয়। কিন্তু অল্পবয়সীদের বেপরোয়া চালানোর কারণে ইদানিং এই ব্র্যান্ডের কিছুটা বদনাম ছড়িয়ে গিয়েছে।