08 October, 2023

BY- Aajtak Bangla

বিশ্বকাপের মাঝেই কিনুন এই ৭ কোম্পানির শেয়ার, মালামাল হতে পারেন

বিশ্বকাপের মাঝেই কিনুন এই ৭ কোম্পানির শেয়ার, মালামাল হতে পারেন

বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে। আর বিশ্বকাপে এই ৭ কোম্পানির শেয়ার আপনাকে বিশাল রিটার্ন দিতে পারে।

ক্রিকেট বিশ্বকাপে বিপুল আয় করতে যাচ্ছে দেশের এই ৭ কোম্পানি৷ তাদের স্টক কেনা থাকলে বিপুল পরিমাণ রিটার্ন দিতে পারে বলেই মনে করা হচ্ছে৷

এই ৭টি সংস্থার মধ্যে রয়েছে মদ এবং কোল্ড ড্রিঙ্কস উত্পাদনকারী সংস্থাগুলি৷ একই সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের দিকেও নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্বকাপের জন্য তাজ হোটেল অক্টোবর-নভেম্বর মাসে ১০০% বুকিং পেয়েছে। এতে তাজ হোটেলের ম্যানেজিং কোম্পানি ইন্ডিয়ান হোটেলস'-এর আয় বাড়বে এবং কোম্পানির শেয়ার ভালো রিটার্ন দিতে পারে।

ভারতে ডমিনোস পিৎজার ব্যবসা জুবিল্যান্ট ফুডওয়ার্কস পরিচালনা করে। বিশ্বকাপের সময় এর বিক্রি বাড়বে। ফলে এর শেয়ার ৬০০ টাকা অবধিও উঠে যেতে পারে।

পেপসিকো আমেরিকা ছাড়াও ব্যবসা করে আরও ১৬টি দেশে। বিশ্বকাপের সময় এর আয় ভালো হবে বলে আশা করা হচ্ছে।

ভারতে ম্যাকডোনাল্ডস চেন ওয়েস্টলাইফ ফুডওয়ার্ল্ড দ্বারা পরিচালিত হয়। সারা দেশে ৩৫০ রও বেশি রেস্তোরাঁ রয়েছে। বিশ্বকাপের সময় এর বিক্রি বেড়ে যাওয়ায় এর স্টকও ভালো পারফর্ম করতে পারে।

দেশের অন্যতম বড় মদ কোম্পানি ইউনাইটেড স্পিরিটস গ্রুপ বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারে।

বিশ্বকাপের কারণে ইন্ডিগোর ব্যবসা বাড়বে বিনিময়ে, কোম্পানি তার শেয়ারহোল্ডারদের পুরস্কৃত করতে পারে৷

বিশ্বকাপের ম্যাচ চলাকালীন রিটেল ব্যবসায় লাভ হতে পারে।  রিলায়েন্স রিটেল এবং এর মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লাভ নিশ্চিত।