18 January 2024
BY- Aajtak Bangla
আমাদের হাতের মোবাইল ফোনে অনেক তথ্য থাকে।
অনেকেই ফোনে ব্যাঙ্ক ডিটেলস থেকে নানা গোপন নথি রাখেন।
কেউ যদি আপনার ফোন ঘাঁটেন, তা হলে কী করবেন?
ফোনে কোন কোন অ্যাপ খোলা হয়েছিল, তা জানতে পারবেন সহজেই।
এ জন্য ফোনের ডায়াল অপশনে যান প্রথমে।
এ বার *#*#4636#*#* কোডটি ডায়াল করুন।
এটি ডায়াল করলেই খুলে যাবে পপ আপ। সেখানে ফোনের বহু তথ্য জানতে পারবেন।
ফোনের সমস্ত তথ্য, ইউজার স্ট্যাটিসটিকস, Wi-Fi তথ্য জানতে পারবেন।
কোন অ্যাপ কতক্ষণ ব্যবহার করা হয়েছে, সেটাও জানতে পারবেন।