12 AUG, 2023

BY- Aajtak Bangla

যোগ্য হয়েও চাকরি পাচ্ছেন না? এভাবে বানান CV

CV হল চাকরির জগতে খুবই গুরুত্বপূর্ণ। যোগ্য হলেও এই CV দেখেই চাকরির সুযোগ আসে।

আপনি যদি এই CV-র মান বাড়াতে পারেন তা হলে কী করতে হবে? রইল টিপস।

CV-তে  কোথায় কী কী কাজ করেছেন তার ওপর বেশি করে গুরুত্ব দিন।

আপনি ঠিক কোন কোন কোম্পানিতে কী কী দায়িত্ব পালন করেছেন, তা না লিখে আপনার কাজের জন্য কোম্পানির কী কী সুবিধা হয়েছে তা লিখুন।

CV-র ওপরে অবশ্যই প্রোফাইল অবজেক্টিভ লিখুন। এটা রিক্রুটারদের দৃষ্টি আকর্ষণ করে।

এর ফলে আপনি কী করতে চান, এই কোম্পানিতে আপনার লক্ষ্য কী সেটাও জানা যায়।

এক পৃষ্ঠাতেই CV শেষ করবেন না। চেষ্টা করবেন, একাধিক পেজের CV-র বানানোর।

আগের অফিসে আপনি কী কী করেছেন তা বিস্তারিত লিখুন। আগের কাজ কেমন ছিল, তাও যোগ করতে ভুল করবেন না।

নতুন কিছু শিখতে পারলে সেই অভিজ্ঞতার কথাও শেয়ার করুন আপনার CV তে। অকারণে CV ভারী করবেন না। অপ্রয়োজনীয় তথ্য এড়িয়ে যান।

আপনি কোন পদের জন্য আবেদন করছেন তা শুরুতেই লিখুন। যে সমস্ত বিষয় দরকার নেই তা বাদ দিয়ে দিন।