27 September, 2023
BY- Aajtak Bangla
বিদুতের বিল নিয়ে চিন্তা যে বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই এর জন্য নানা পদ্ধতি ব্যবহার করেন।
তবে আমরা যে পদ্ধতির কথা বলব, তাতে নিশ্চিত ভাবেই আপনার সাশ্রয় হবে।
সোলার ফ্যান ব্যবহার করলে সেটা সম্ভব। কারণ সেক্ষেত্রে ফ্যানের ক্ষেত্রে এক ইউনিট বিদ্যুৎও খরচ হবে না।
সোলার প্যানেলের জন্য টেবিল ফ্যানের ইউনিটও পাওয়া যায়।
অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই কিনতে পারেন। দামও খুব বেশি নয়। flipkart-এ ২৯৭৫ টাকায় পাওয়া যাচ্ছে ফ্যান।
লিথিয়ামের রিচার্জেবেল ব্যাটারি রয়েছে। পাশাপাশি এর সঙ্গে রিচার্জেবেল লাইটও থাকছে।
সোলারের ফ্যান কেনার আগে বিভিন্ন অনলাইন অ্যাপ বা ওয়েবসাইট দেখে নেবেন। কারণ বিভিন্ন ধরনের সোলার ফ্যান বাজারে পাওয়া যায়।
এই ফ্যান গুলি যে কোনও জায়গায় ব্যবহার করা যায়। খোলা মাঠেও চালানো যায়।
কেনার আগে ভালো করে পড়ে দেখে কিনুন। নয়ত পরে সমস্যায় পড়তে হয়।