16 October, 2023
BY- Aajtak Bangla
স্মার্টফোন আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। এই স্মার্টফোন ছাড়া আমরা একটি দিনও থাকতে পারি না।
এখন শুধু স্মার্টফোন হলেই চলে না। সেই স্মার্টফোনে ডেটা থাকাটাও খুব জরুরি।
কিন্তু এই ডেটা আমাদের খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই এবার জেনে নিন কিছু টিপস যেটা মানলে কখনই শেষ হবে না ডেটা।
মোবাইল ডেটা বাঁচাতে ডেটা সেট করা যেতে পারে। এর জন্য ফোনের সেটিংসে গিয়ে ডেটা লিমিট এবং বিলিং সাইকেলে ক্লিক করতে হবে। এখানে প্রয়োজন অনুযায়ী ডেটা লিমিট সেট করা যেতে পারে।
মোবাইলে আমাদের যেই অ্যাপসগুলি থাকে সেগুলি আপনা আপনি আপডেট হতে থাকে। এর জন্য ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
এর জন্য মোবাইলের সেটিংসে গিয়ে Auto Update Apps Over WiFi Only সিলেক্ট করে দিতে হবে। এরকম করলে অ্যাপসগুলি আপনা আপনি আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে।
আরও একটি উপায়ে ডেটা বাঁচাতে পারবেন, সেটা হচ্ছে ডেটা সেভার মোড অন করে। এই সেটিং মোবাইল ডেটাকে বাঁচাবে।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখাতে প্রচুর পরিমাণে ডেটা খরচ হয়ে থাকে। এরকম আরও বেশ কয়েকটি অ্যাপ আছে যা অনেক ডেটা শুষে নেয়। এই অ্যাপগুলির ব্যবহার সীমিত করলে ডেটা কম খরচ হবে।