BY- Aajtak Bangla
23 April 2024
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। বহু সুপারহিট ছবির নায়িকা তিনি।
২০০৯ সাল থেকে বীরভূমের সাংসদ শতাব্দী। চতুর্থবারের জন্য বীরভূম থেকে জোড়াফুল প্রতীকে লড়ছেন শতাব্দী।
শতাব্দী রায়ের সম্পত্তির পরিমাণ কত? জানলে চমকে যাবেন। জেনে নিন...
নির্বাচন কমিশনে হলফানামা অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত শতাব্দীর হাতে নগদ টাকা ৬৫ হাজার।
শতাব্দীর মোট ১০টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। শতাব্দীর ফিক্সড ডিপোজিট রয়েছে ১২টি। এছাড়াও রয়েছে মিউচুয়াল ফান্ড, বিভিন্ন পলিসি।
শতাব্দীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার ৭৬৯.৯৫ টাকা। শতাব্দীর নিজের স্থাবর সম্পত্তির বর্তমান বাজারমূল্য ৫ কোটি ৬০ লক্ষ ৭ হাজার ৫০০ টাকা। ।
শতাব্দীর নামে ২ কোটি ১ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকার লোন রয়েছে। এছাড়াও শতাব্দীর, গাড়ি-ফ্ল্যাট রয়েছে।
হলফনামা অনুযায়ী, শতাব্দীর বালা রয়েছে। যার দাম ৫ লক্ষ ৬০ হাজার টাকা। ব্রেসলেট রয়েছে সাংসদের। তার দাম ৩ লক্ষ ৮৫ হাজার টাকা।
চেন রয়েছে শতাব্দীর। তার দাম ৮ লক্ষ ৫ হাজার টাকা। কানের দুল রয়েছে। তার দাম ৪ লক্ষ ৫৫ হাজার টাকা। শতাব্দীর কাছে যা আংটি রয়েছে, তার দাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
শতাব্দীর যা চুড়ি রয়েছে, তার দাম ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। শতাব্দীর হাতে শাঁখা বাঁধা রয়েছে। তার দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা। লোহা বাঁধানো রয়েছে। এর দাম ৩ লক্ষ ১৫ হাজার টাকা। শতাব্দীর আরও চুড়ি রয়েছে। তার দাম ৭ লক্ষ ৭০ হাজার টাকা।