18 Nov, 2024

BY- Aajtak Bangla

সস্তা হলো টমেটো, দাম কত জানিয়ে দিল কেন্দ্র সরকার

মূল্যবৃদ্ধির বাজারে সব জিনিসের দাম বেড়েছে। অক্টোবর মাসে নানা জিনিসের দাম বাড়তে দেখা গিয়েছে। খুচরো মূল্যবৃদ্ধি ৬.২১ শতাংশ পৌঁছে গিয়েছে।

মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী হল খাবারের দাম এবং সবজির দাম বৃদ্ধি। বিশেষ করে টমেটো এবং পেঁয়াজের দাম মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে।

কিন্তু এখন টমেটোর দাম পড়তে শুরু করেছে এবং এর তথ্য খোদ সরকারের তরফ থেকেই দেওয়া হয়েছে।

ক্রেতা সুরক্ষা মন্ত্রকের তরফ থেকে রবিবার বলা হয়েছে যে দেশে টমেটোর যোগান বেশি হওয়ায় টমেটোর খুচরো দাম কমেছে।

বয়ানে বলা হয়েছে যে ১৪ নভেম্বর ১ কিলো টমেটোর দাম রিটেল মার্কেটে ৫২.৩৫ টাকা দাম ছিল। যা একমাস আগে ১৪ অক্টোবর ৬৭.৫০টাকা প্রতি কেজি দাম ছিল।

এই হিসাবেই দেখতে গেলে গোটা মাসে টমেটোর দাম ২২.৪ শতাংশ পড়েছে।

সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই সময় পর্যন্ত খুচরো বাজারে টমেটো সস্তা হয়েছে। পাইকারি বাজারে এর দাম দ্রুত পড়তে শুরু করেছে।

১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দিল্লির আজাদ মার্কেটে টমেটোর দাম ৫০ শতাংশ কমে ৫৮৮৩ টাকা প্রতি কুইন্টাল থেকে ২৯৬৯ টাকা প্রতি কুইন্টাল হয়ে গিয়েছে।

উপভোক্তা মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাটে মরশুমি টমেটো ঢুকতে শুরু করায় দাম কমতে শুরু করেছে।

দেশের ব বাজারেই টমেটোর দাম পড়তে শুরু করেছে। ফলে খানিকটা স্বস্তিতে সাধারণ মানুষ।