25 December, 2023
BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
যতই নামী-দামি স্পোর্টসবাইক আসুক। বাজারে এখনও চাহিদা ভাল কমিউটারেরই।
আসলে অফিস, নিত্য যাতায়াতের জন্য় ভাল, এমন বাইকেই ভারতীয়দের ঝোঁক বেশি। আবার নতুন জেনারেশন একটু শৌখিন।
তারা কমিউটার বাইকের মতো নির্ভরযোগ্যতা, ফুয়েল ইকোনমি চায়। আবার একটু স্পোর্টি, স্টাইলিশ লুকস-ও পছন্দ করে।
কমিউটার বাইকের ক্ষে্রে মূলত ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই থাকার চেষ্টা করেন বেশিরভাগ ক্রেতারা। তাই আপনাদের জন্য সেই ১ লক্ষ টাকা বাজেটের মধ্যেই কিছু মোটরসাইকেলের তালিকা করে দেওয়া হল।
হোন্ডা শাইন 125 দাম: 78,867 টাকা থেকে 83,800 টাকা (এক্স-শোরুম) ইঞ্জিন: 124cc, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড BS6.2 (OBD2)- ইঞ্জিন ওজন: 114 কেজি ফুয়েল ট্যাঙ্ক: 10.5 লিটার মাইলেজ: 55 থেকে 65 কিমি/লি
হিরো স্পেন্ডার প্লাস দাম: 74,491 টাকা থেকে 77,986 টাকা (এক্স-শোরুম) ইঞ্জিন: 97.2 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC ওজন: 112 কেজি ফুয়েল ট্যাঙ্ক: 9.6 লিটার মাইলেজ: 80.6 কিমি/লি
TVS রেইডার ১২৫ দাম: 97,054 টাকা- 1,06,573 (এক্স-শোরুম) ইঞ্জিন: 125 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC পাওয়ার:11.2 bhp ফুয়েল ট্যাঙ্ক: 10 লিটার মাইলেজ: 56.7 কিমি/লি
হিরো গ্ল্যামার দাম: 80,638 টাকা থেকে 86,348 টাকা (এক্স-শোরুম) ইঞ্জিন: 125 cc, এয়ার কুলড, 4-স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, OHC ওজন: 123 কেজি ফুয়েল ট্যাঙ্ক: 10 লিটার মাইলেজ: 55 কিমি/লি
হোন্ডা এসপি 125 দাম: 86,017 টাকা থেকে 90,567 টাকা (এক্স-শোরুম) ইঞ্জিন: 123.94 cc, সিঙ্গেল সিলিন্ডার পাওয়ার: 10.8 bhp টর্ক: 10.9 Nm ওজন: 116 কেজি ফুয়েল ট্যাঙ্ক: ।। লিটার মাইলেজ: 65 কিমি/লি