20 MAY 2025
BY- Aajtak Bangla
গরম থেকে বাঁচতে বাঙালির গন্তব্য হয় দার্জিলিং কিংবা গ্যাংটক।
শহুরে কোলাহল এড়িয়ে কম খরচে গরমের কয়েকটি দিন পাহাড়ে কাটাতে চাইলে, বেড়িয়ে আসতে পারেন এই ৩ অচেনা গ্রাম থেকে।
কাঞ্চনজঙ্ঘা যাঁদের হাতছানি দেয়, তাঁদের কাছে পানবুদারা গ্রাম স্বপ্নের জায়গা হতে পারে।
পানবুদারার ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ পাওয়া যায়। সন্ধে হলেই পাহাড়ের খাঁজে খাঁজে আলো জ্বলে ওঠে।
পানবুদারার কাছেই রয়েছে চারখোল, দূরপিনদারা, ঝান্ডিদারার মতো জায়গা।
দক্ষিণ সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাবংলা। মাঝেমাঝেই এখানে বৃষ্টি আর রোদের টানাপড়েন চলে।
পাহাড়ের বুক জুড়ে দিগন্তবিস্তৃত চা-বাগান, মনেস্ট্রি, বুদ্ধমূর্তি দেখে মন হারিয়ে যেতে পারে।
কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, সিনিওলচু ও কাবর— রাবংলা থেকে হিমালয়ের এই চার মাথা স্পষ্ট দেখা যায়।
গরমে বেড়াতে যাওয়ার ‘পারফেক্ট ডেস্টিনেশন’ সান্তক। ২-৪ দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন রেয়িং এবং পায়ুং নদী-পাহাড়ের মাঝে সুন্দর এই গ্রাম।