7 JULY 2025
BY- Aajtak Bangla
ইঁদুরের উৎপাতে অতিষ্ট হয়ে উঠছে জীবন? চিন্তা ছাড়ুন, মেনে চলুন ঘরোয়া টোটকা। বাপ বাপ বলে পালাবে।
আটার সঙ্গে মিশিয়ে নিন বিস্কুটের গুঁড়ো। সঙ্গে গুঁড়ো করা চিনি।
এরপর ঘি মিশিয়ে নিন। শেষে সামান্য জল দিয়ে মিশ্রণ তৈরি করুন।
প্রথমে একটা বড় সাইজের লাড্ডু আকৃতি তৈরি করুন। তারপর তা থেকে ছোট ছোট করে গোল্লা পাকিয়ে বেশ কিছু লাড্ডু আকৃতির মণ্ড বানান।
যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব রয়েছে, সেখানে মণ্ড রেখে দিন।
এই মণ্ডতে মুখ দিলেই ইঁদুরের বেহাল দশা হবে। পালাবার পথ পাবে না। একটা ইঁদুরেও উৎপাত চালাতে পারবে না আর।
তবে ইঁদুরের নাগালে জল রাখবেন না। মণ্ডগুলিতে মুখ দিয়ে জল খেয়ে ফেললে কাজ হবে না।
অথবা চাল আর বেকিং সোডা নিয়ে তার মধ্যে গুঁড়ো চিনি মিশিয়ে খবরের কাগজে রেখে দিতে পারেন। এতও ইঁদুর পালাবে।