16 July, 2024
BY- Aajtak Bangla
TVS দেশের বাজারে তাদের জনপ্রিয় স্পোর্টস কমিউটার বাইক TVS Apache RTR 160-র একটি নতুন রেসিং এডিশন লঞ্চ করেছে।
TVS রেসিং ভার্সানে ম্যাট ব্ল্যাক কালার স্কিম আছে। সঙ্গে গাঢ় লাল এবং ধূসর গ্রাফিক্স। ফুয়েল ট্যাঙ্ক, ফ্রন্ট ফেন্ডার এবং টেইল সেকশনে ব্যবহার করা হয়েছে।
বাইকের অ্যালয় হুইলগুলিকে লাল রঙে পেইন্ট করা হয়েছে।
কোম্পানির দাবি যে অ্যাপাচের এই বাইকের টপ স্পিড 107 কিমি/ঘণ্টা। এই বাইকে, কোম্পানি প্রথমবার এই সেগমেন্টে Glide Through Technology (GTT) ব্যবহার করেছে।
এই বাইকে Smart Xonnect এর স্মার্টফোন কানেক্টিভিটি রয়েছে।
এর মাধ্যমে ব্যবহারকারী ব্লুটুথ কানেক্টিভিটির পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্সের মতো ফিচার পাবেন।
অ্যাপাচে সিরিজের এই বাইকগুলিতে আগের তুলনায় ব্রেকিং অনেক উন্নত হয়েছে।
সেই সঙ্গে এই সেগমেন্টের অন্যতম সেরা রেসিং ফিল পাবেন এই বাইকে। খাতায় কলমে বোঝা না গেলেও, চালালেই পিকআপ বুঝতে পারবেন।