BY- Aajtak Bangla

নতুন মোবাইল নম্বরে কীভাবে Aadhaar লিঙ্ক করাবেন?

19 OCTOBER, 2023

এখন আপনি সহজেই যাচাই করতে পারবেন কোন মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।

UIDAI নাগরিকদের জন্য একটি নতুন সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে, যেখানে সাধারণ মানুষ তাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডি যাচাই করতে সক্ষম হবেন।

আসলে UIDAI এর নজরে এসেছে যে, অনেক আধার কার্ডধারীই জানেন না তাদের আধারের সঙ্গে কোন মোবাইল নম্বর লিঙ্ক করা হয়েছে।

কিন্তু UIDAI এর এই সুবিধার কারণে আধারধারীরা সহজেই চেক করতে পারবেন কোন মোবাইল নম্বরটি তাদের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে।

এর জন্য UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in বা mAadhaar অ্যাপে যেতে হবে এবং ইমেল/মোবাইল নম্বর যাচাই করতে ক্লিক করুন।

এই লিঙ্ক থেকেই জানতে পারবেন কোন মোবাইল নম্বর বা ইমেল আইডি তাদের আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। এই লিঙ্ক থেকে আধার কার্ডধারীরা তাদের নম্বর আপডেট করতে পারবেন।

যদি মোবাইলটি ইতিমধ্যেই যাচাই করা হয়ে থাকে তাহলে একটি মেসেজ আসবে যে আপনার দেওয়া মোবাইল নম্বরটি ইতিমধ্যেই আমাদের রেকর্ডে যাচাই করা হয়েছে৷

এছাড়া, মাইআধার পোর্টাল বা mAadhaar অ্যাপে গিয়ে মোবাইল নম্বরের শেষ তিনটি সংখ্যা দিয়ে করে এবং আধারের সঙ্গে লিঙ্ক ভেরিফিকেশনে গিয়ে এটি যাচাই করতে পারেন।

তবে কেউ যদি তাদের আধারের সঙ্গে ইমেল বা মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করতে চান, তাহলে তাদের আধার কেন্দ্রে যেতে হবে।