29 MAY 2023
১ এপ্রিল থেকে UPI- এর নিয়মে কিছু পরিবর্তন আসতে চলেছে। NPCI) একটি ইন্টারচেঞ্চ ফি নেওয়ার প্রস্তাব দিয়েছে।
যদি ২০০০ টাকার বেশি ইউপিআই ট্রানজাকশন হয় এবং তা বিভিন্ন প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টেরমাধ্যমে হয়, তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই 'ফি'- এর পরিমাণ রিভিউ করা হবে। নতুন নিয়ম চালু হলে ব্যাঙ্ক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের আয় কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
যদি ডিজিটাল ওয়ালেট যেমন- পেটিএম- এর মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হয় তাহলে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। তবে সেক্ষেত্রে পেমেন্ট ২০০০ টাকা বা তার বেশি হতে হবে।
২০০০ টাকার কমে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করা হলে সেক্ষেত্রে নতুন নিয়ম গ্রাহ্য হবে না।
মার্চেন্ট বা ব্যবসায়ী যাঁর থেকে টাকা পেয়েছেন তাঁকেই দিতে হবে এই ইন্টারচেঞ্জ ফি। সেক্ষেত্রে ব্যবসায়ী ভোক্তাকে টাকা দেবেন নাকি দেবেন না সেটা বেছে নিতে পারেন।
প্রতিদিন যে ইউপিআই ট্রানজাকশন হয়, অর্থাৎ ব্যক্তিগত স্তরে যেভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেটা ফ্রিতেই হবে। আলাদা করে কোনও টাকা দেওয়ার প্রয়োজনীয়তা নেই।
ভারতে বেশ কিছু জনপ্রিয় প্রিপেড পেমেন্ট ইন্সট্রুমেন্টস রয়েছে যেমন- পেটিএম, ফোন পে, গুগল পে।