03 JULY, 2023

BY- Aajtak Bangla

লঙ্কায় 'আগুন'! চিকেনের চেয়েও দামি আদা-রসুন

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার বাড়ছে শাক-সবজির দর। অধিকাংশ সবজির দর এখন একশ ছুঁই ছুই। টমেটো-বেগুনের দর সেঞ্চুরি পেরিয়ে ঊর্ধ্বমুখী।

শুধু সবজিতে ব্যাগ ভরাতেই পকেটে টান পড়ছে আম জনতার। চলুন জেনে নেওয়া যাক সোমবারের বাজারদর...

আদা ৩০০ টাকা, রসুন ২৫০ টাকা কিলো। টমেটো-আদা-রসুনের জোগানে টান পড়ায় দাম বাড়ছে হু হু করে। চড়া দামে বাজারের চাহিদা মেটাচ্ছেন খুচরো বিক্রেতারা।

অনিয়মিত বৃষ্টির জেরে উৎপাদন মার খেয়েছে বেগুনের। ফলে চাহিদা-জোগানের ব্যবধানে দেড়শো ছুঁই ছুই বেগুনের দর। অসময়ের বৃষ্টিতে ব্যাহত হয়েছে চাষ, ফলে রেকর্ড দামে বিক্রি হচ্ছে লঙ্কাও।

সোমবার খুচরো বাজারে জ্যোতি আলুর দাম ২০ টাকা কিলো (পাইকারি দাম ১৪-১৬ টাকা কিলো), চন্দ্রমুখী আলু বিকোচ্ছে ২৫-৩০ টাকা কিলো দরে (পাইকারি দাম ১৮-২২ টাকা কিলো)।

খুচরো বাজারে আজ পেঁয়াজের দাম ৩০-৩৫ টাকা কিলো, রসুন ২২০-২৫০ টাকা কিলো, কাঁচালঙ্কা বিকোচ্ছে কিলো প্রতি ২০০-৩০০ টাকায়, আদা কিলো প্রতি ২৫০-৩০০ টাকায় বিকোচ্ছে।

কুমড়ো কিলো প্রতি ২০ টাকা দরে বিকোচ্ছে, পটল বিকোচ্ছে ৫০-৬০ টাকা কিলো প্রতি, ঢ্যাঁড়স ৮০-১০০ টাকা কিলো, ঝিঙে বিকোচ্ছে ৬০-৮০ টাকা কিলো দরে।

শসা ৬০-৮০ টাকা কিলো, টমেটো কিলো প্রতি ১০০-১৪০ টাকায় বিকোচ্ছে, বেগুন ১০০-১২০ টাকা কিলো, বরবটি বিকোচ্ছে ৭০-৮০ টাকা কিলো দরে, উচ্ছে বিকোচ্ছে ৮০-১০০ টাকা কিলো দরে।

উল্লেখিত দর কসবা, গড়িয়াহাট, মানিকতলা, হাতিবাগান, ঘোলা চত্বরের বাজার দরের গড় হিসাবে দেওয়া হয়েছে। বালিগঞ্জ-বাঘাযতীন-শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকার বাজারদর এর চেয়ে সামান্য সস্তা।