03 May, 2025
BY- Aajtak Bangla
ওয়ারেন বাফেট শুধু শেয়ার বাজারের কিং নন, তিনি অর্থনৈতিক দর্শনের এক জীবন্ত উদাহরণ।
“Rule No.1: Never lose money. Rule No.2: Never forget Rule No.1.” অর্থ বাঁচানোই প্রথম শিক্ষা—লাভ না হলেও ক্ষতি যেন না হয়।
“Price is what you pay. Value is what you get.” যা দিচ্ছেন তার প্রকৃত মূল্য বুঝে বিনিয়োগ করুন, শুধু দাম দেখে নয়।
“Risk comes from not knowing what you’re doing.” জ্ঞানহীন বিনিয়োগই সবচেয়ে বড় ঝুঁকি।
“Be fearful when others are greedy and greedy when others are fearful.” বাজারে ভয়ই সুযোগ, আর লোভ থেকে দূরে থাকুন।
“Someone's sitting in the shade today because someone planted a tree a long time ago.” দীর্ঘমেয়াদি বিনিয়োগই ভবিষ্যতের ছায়া দেয়।
“It’s far better to buy a wonderful company at a fair price than a fair company at a wonderful price.” মানসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগই শ্রেয়, দাম যতই হোক।
“Only buy something that you’d be perfectly happy to hold if the market shut down for 10 years.” লং-টার্ম দৃষ্টিভঙ্গি বিনিয়োগের মূল চাবিকাঠি।
“Our favorite holding period is forever.” বাফেটের মতে আদর্শ শেয়ার কখনো বিক্রি না করাই উত্তম।
“Do not save what is left after spending, but spend what is left after saving.” আগে সঞ্চয় করুন, তারপর ব্যয়।
“The best investment you can make is in yourself.” নিজের জ্ঞান ও দক্ষতায় বিনিয়োগই সেরা।