রথযাত্রায় বঙ্গের কোথায় কতটা বৃষ্টি?

20 June, 2023

তীব্র দাবদাহ থেকে স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ। দক্ষিণবঙ্গে বর্ষা এসে গিয়েছে।

সোমবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলী, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। তবে এখনও ভ্যাপসা গরম কমেনি।

আজ, মঙ্গলবার পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, গুমোট গরম। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস বলছে, রথযাত্রার দিনে রাজ্যের কোনও জেলায় অন্তত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বাংলাজুড়েই বর্ষার প্রবেশ করতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, ২২ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে নদীগুলির জলস্তর বাড়তে পারে, সঙ্গে রয়েছে ভূমিধসের আশঙ্কাও।

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ বুধবার সকালের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনায় উত্তরে লাল সতর্কতা জারি করা হয়েছে।

জলপাইগুড়ি-আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি, দার্জিলিং আর কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২২ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম-মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।