19 MARCH 2025

BY- Aajtak Bangla

বেড়ে গেল বোনাস ও অগ্রিম, রাজ্য সরকারি কর্মীরা ঠিক টাকা পাবেন? 

রাজ্য সরকারি কর্মীদের অ্যাড হক বোনাস ও উত্‍সব অগ্রিম বাড়ছে। ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাড়ছে বোনাস

মঙ্গবারই রাজ্যের অর্থ দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুর্গাপুজো ও ইদের আগে বর্ধিত বোনাস ও অগ্রিম মিলবে রাজ্য সরকারি কর্মীদের।

কর্মীদের সুখবর 

এখন প্রশ্ন হল, বোনাস ও উত্‍সবের অগ্রিম ঠিক কত টাকা বাড়ানো হয়েছে? রাজ্য সরকারি কর্মীরা হাতে ঠিক কত টাকা পাবেন?

কত টাকা পাবেন?

২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সকল কর্মীদের মাসে ৪৪ হাজার টাকা বা তার নীচে মাইনে, তাঁরা এবার বোনাস পাবেন ৬ হাজার ৮০০।

কত টাকা বোনাস?

মাসিক ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাঁদের মাইনে, তাঁরা উৎসব অগ্রিম হিসেবে এবছর পাবেন ২০ হাজার টাকা।

এবার হাতে ২০ হাজার

গত বছর অগ্রিমের ঊর্ধ্বসীমা ছিল ৪২ হাজার থেকে ৫০ হাজার টাকা। ১৮ হাজার টাকা অগ্রিম দেওয়া হত।

আগে কত ছিল?

২ হাজার টাকা বাড়ানো হল অগ্রিমের টাকা। ফলে এবার পাবেন ২০ হাজার টাকা।

আরও ২ হাজার টাকা

রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাও উত্‍সব ভাতা পাবেন।

অবসরপ্রাপ্তদেরও ভাতা

৩১ মার্চ ২০২৫ –এর মধ্যে যাঁরা অবসর নিয়েছেন ও নিতে চলেছেন, তাঁরা এই উৎসব ভাতা পাবেন।

অবসরপ্রাপ্তদেরও ভাতা

যাঁদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তাঁরা এই ভাতা পাবেন ৩ হাজার ৫০০ টাকা। এবার ৩০০ টাকা বাড়ল।

হাতে পাবেন কত টাকা?