13 March, 2025
BY- Aajtak Bangla
পরিবেশবান্ধব টোটো যখন রাস্তায় নামল, অনেকটাই স্বস্তি এসেছিল মানুষের জীবনে।
পেট্রোল, ডিজেলের কড়া ধোঁয়া থেকে খানিক স্বস্তি।
কিন্তু বর্তমানে সেই টোটোই রীতিমতো মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ, মাত্র কয়েক বছরেই রাস্তায় টোটোর ভিড়। এতটাই খারাপ অবস্থা যে, চলাফেরা করা দায়।
টোটোর জেরে যানজটও হচ্ছে বিস্তর। এমনকী একাধিক বাসরুটে বাসও উঠে গিয়েছে টোটোর আধিক্যে।
লক্ষ লক্ষ টোটোর জেরে তৈরি অসুবিধা নিয়ে এবার পদক্ষেপ করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর।
বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'টোটো কতদূর পর্যন্ত যাবে, কীভাবে যাবে, রাজ্যের তরফ থেকে সেই গাইডলাইন দেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'সেই রুটগুলোর নাম আমাদের পাঠান। আমরা খতিয়ে দেখব। তার পরে ব্যবস্থা নেব। তবে যাত্রী ছাড়া তো বাস চালানো যায় না।'
টোটো কি তুলে নেওয়া হবে? মন্ত্রীর কথায়, 'যানজট হলেও তো তুলে দেওয়া যায় না। কারণ, ওদের রুটি রুজি ব্যাপার।'