6 AUGUST, 2023

BY- Aajtak Bangla

খরচ ৪০০ থেকে ৫০০ টাকা, পুজোয় পুরীর বদলে ঘুরে আসুন এই জায়গা

পুজোর ছুটির সময় পুরী যাননি এমন বাঙালি কমই আছেন। তবে পুরী যেতে খরচ একটু বেশিই। 

অথচ আমাদের রাজ্যেই এমন জায়গা আছে যেখানে সমুদ্র ও প্রাকৃতিক সৌন্দর্য পাবেন। 

আবার ঘুরেও আসতে পারেন মাত্র কয়েকশো টাকাতে। আসুন জেনে নিই সেই জায়গা কোথায় ও খরচ কেমন। 

মৌসুনি দ্বীপ : কলকাতা থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে এই দ্বীপ।  সমুদ্রের ধারে রয়েছে ঝাউবন।

এই জায়গার তিনদিকে চিনাই নদী ও একদিকে সাগরের মোহনা। ঝাউবনের মধ্যেই রয়েছে ক্যাম্প, সেখানে থাকার ব্যবস্থা রয়েছে। 

শিয়ালদহ থেকে নামখানা লোকাল ধরে পৌঁছতে পারবেন এই দ্বীপে। ভাড়া জন প্রতি খুব বেশি হলে ৪০ টাকা।

বাস পাবেন ধর্মতলা থেকে, ভাড়া ১০০ টাকা মতো। 

আবার আপনার যদি বাইক থাকে বা একা যেতে চান তাহলে ঘুরে আসতেই পারেন। 

সেক্ষেত্রেও যাওয়া আসার খরচ ৪০০ টাকার বেশি হওয়ার কথা নয়। রয়েছে হোম স্টে-ও। 

তবে আপনি যদি ওই ক্যাম্পে থাকেন তাহলে খরচ সামান্য বেশি হবে। দূরত্ব যেহেতু কম, তাই একদিনেই ঘুরে চলে আসতে পারেন।