19 August, 2024

BY- Aajtak Bangla

পলিগ্রাফ টেস্ট কী? আরজি করের অভিযুক্ত সঞ্জয়ের এই পরীক্ষাই করবে সিবিআই

RG Kar কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করতে চাইছেন CBI আধিকারিকরা। এই পলিগ্রাফ টেস্ট কী?

অনেকে একে লাই ডিটেক্টর মেশিনও বলেন।  বিভিন্ন সিনেমায় অনেকেই দেখেছেন।

এই পরীক্ষায় একজন ব্যক্তির কথা বলার সময় শারীরিক প্রতিক্রিয়া যেমন হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়ার পরিবর্তনের পর্যবেক্ষণ করা হয়।

প্রতীকী ছবি

পলিগ্রাফ যন্ত্র সেট করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। মিথ্যা বললে শরীরের প্রতিক্রিয়া ধরা পড়তে পারে এই মেশিনে।

প্রতীকী ছবি

আদালতের অনুমতি সাপেক্ষেই এই পরীক্ষা করা যায়।

মানসিক অবস্থা, ওষুধ সেবন ইত্যাদি কারণে পরীক্ষার ফলাফল প্রভাবিত হতে পারে।

একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এই পরীক্ষা করা হয়।

তবে, পলিগ্রাফ টেস্ট সবসময় নিখুঁত হয় না। ফলে এর থেকে প্রাপ্ত তথ্যও অনেকসময় ক্রস-চেক করেন তদন্তকারীরা। তবে এর থেকে বড়সড় রহস্যের জট কাটতে পারে।

উল্লেখ্য, এর আগে শ্রদ্ধা ওয়ালকার খুনের মামলাতেও অভিযুক্ত আফতাব পুনাওয়ালার পলিগ্রাফ টেস্টের আর্জি করেছিল দিল্লি পুলিশ।