08 August, 2024
BY- Aajtak Bangla
শিশুর মানসিক ও শারীরিক দু'রকম বিকাশের জন্য পজিটিভ প্যারেন্টিং অত্য়ন্ত জরুরি।
আপনাকে জানিয়ে দিই, কীভাবে পজিটিভ প্যারেন্টিং আপনার শিশুকে প্রভাবিত করবে?
শিশুদের মনের মধ্যে থাকা নেগেটিভ চিন্তাভাবনাকে সরিয়ে তাতে পজিটিভ এনার্জি ভরে দেওয়া পজিটিভ প্যারেন্টিংয়ের মূল ফান্ডা
শিশুদের ভুল খুঁজে না বের করে তাদের ভাল কাজগুলোকে উৎসাহিত করুন।
তাদের ভুলগুলো হাইলাইট করলে তাদের আত্মবিশ্বাস কমতে থাকে। তাদের ভালভাবে বোঝান।
যতই ব্যস্ত থাকুন না কেন, দিনের কিছুটা সময়, শিশুর সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে কথা বলুন।
শিশুরা নানা রকম ছোটখাট গল্প বলে। স্কুলের, বন্ধুদের, সেগুলি গুরুত্বপূর্ণ না হলেও শুনুন।
কোনও জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তাদের মর্জি জানার চেষ্টা করুন। এতে বিকাশ ব্যহত হবে।
শিশুদের ছোটখাট কাজ দিন। তারা দায়িত্ব সচেতন হবে। কাজটা শেষ হলে প্রশংসা করুন।