25 MAY 2025
BY- Aajtak Bangla
ধীরে ধীরে ইন্ডিয়ান টয়লেটের ব্যবহার কমছে। বর্তমানে অধিকাংশ বাড়িতেই দেখা যায় ওয়েস্টার্ন টয়লেট।
যাদের হাঁটুর ব্যথা রয়েছে তাঁদের জন্য ওয়েস্টার্ন টয়লেট আরামদায়ক।
আধুনিক যুগের কমোডে ফ্লাশ হিসেবে দু'টি স্যুইচ থাকে। যার ব্যবহার অনেকেই জানেন না।
আপনি কখনও ভেবে দেখেছেন কেন টয়লেটের ফ্ল্যাশে দু'টি স্যুইচ থাকে?
শৌচকার্যে জলের অপচয় রোধ করতেই কমোডের ফ্লাশে এই বদল এসেছে।
লক্ষ্য করে দেখবেন, দু'টি স্যুইচের মধ্যে একটি ছোট এবং একটি বড়।
বড় স্যুইচ টিপলে ৫ থেকে ৭ লিটার জল বের হয়। ছোট স্যুইচ টিপলে বের হয় ৩ থেকে ৪ লিটার জল।
তরল বর্জ্যের জন্য ছোট স্যুইচ ব্যবহার করতে হয়। আর কঠিন বর্জ্যের জন্য বড় স্যুইচ।
বড় স্যুইচের ব্যবহার কম হলে অনায়াসের জল অপচয় রোখা যায়।