11 JULY 2025

BY- Aajtak Bangla

ঘরের কোন দিকে ঘড়ি টাঙানো অশুভ? জেনে নিন

সময়ের মূল্য অনেক। ধর্মশাস্ত্রতেও বলা হয়, সময়ের চেয়ে শক্তিশালী আর কিছু নেই।

কেউ চান না তাঁর জীবনে খারাপ সময় আসুক। ফলে বাস্তু মেনে ঘড়ি টাঙানো উচিত ঘরে, মনে করেন অনেকেই।

ঘরের ভুল দিশায় ঘড়ি টাঙালে সময় খারাপ হতে পারে।

ঘরের উত্তর-পূর্ব দিশায় ঘড়ি টাঙানো উচিত, বাস্তু বলছে এমনটাই।

পূর্ব দিশায় সূর্যোদয় হয় আর উত্তর-পূর্ব দিশা অর্থাৎ ইশান কোণে বিরাজ করেন দেবদেবীরা।

উত্তর পূর্ব দিশায় ঘরে ঘড়ি টাঙালে ইতিবাচক প্রভাব পড়ে জীবনে।

এই নিয়ম মেনে চললে আটকে থাকা কাজ সম্পন্ন হয়। প্রেম আসে জীবনে।

কোনও কারণে পূর্ব দিশায় ঘড়ি টাঙানো না গেলে পশ্চিম দিকের দেওয়ালেও টাঙাতে পারেন।

পশ্চিম দিকের দেওয়ালে ঘড়ি টাঙালে লাভ হবে না তবে ক্ষতিও হবে না।