15 January, 2024
BY- Aajtak Bangla
গ্যাস সিলিন্ডার থেকে লিক বিরল ঘটনা। কিন্তু একেবারে অসম্ভব নয়। এমন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে কী করবেন জানা আছে?
দমকলকর্মীদের মতে, গ্যাস সিলিন্ডার লিক হচ্ছে বুঝতে পারলেই সঙ্গে সঙ্গে কিছু কাজ করা উচিত।
প্রথমেই ঘরের জানলা-দরজা সব খুলে দিন।
ভুলেও কোনও সুইচ অন-অফ করতে যাবেন না।
সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করুন। তাতে লাভ না হলে সেফটি ক্যাপটি লাগিয়ে দিন।
এরপর বাড়ির বাইরে বেরিয়ে এসে গ্যাস পরিষেবা প্রদানকারী সংস্থার হেল্পলাইনে ফোন করে জানান।
গ্যাস অতিরিক্ত লিক হলে অবশ্যই প্রতিবেশীদের জানিয়ে দিন।
রোজ অল্প অল্প গ্যাস লিক হচ্ছে মনে হলে হেলাফেলা করবেন না। দ্রুত ব্যবস্থা নিন।
নিয়মমাফিক গ্যাসের পাইপ, স্টোভ কিনুন ও নিয়মিত বদলান। এক্ষেত্রে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না।