28 January 2024

BY- Aajtak Bangla

Whatsapp-এও অডিও আর ভিডিও কল রেকর্ড করা যায়, খুব সহজ

Whatsapp অত্যন্ত পপুলার একটি social অ্যাপ। ভারত সহ গোটা পৃথিবীতে এর কোটিকোটি ইউজার।

এর মেসেজ ছাড়াও নানা আকর্ষণীয় ফিচার রয়েছে। যার মধ্যে অন্যতম হলো কল এবং ভিডিও কল।

ফোনে কল রেকর্ড আমরা সকলেই করতে জানি। কিন্তু হোয়াটসঅ্যাপেও কল ও ভিডিও রেকর্ড করা যায়। সেটি কি আপনি জানতেন? কিভাবে কল রেকর্ড করবেন

আসলে আজ এমন একটা ট্রিক্স আপনাকে শেখাবো যার মাধ্যমে আপনি whatsapp এ ভিডিও কল এবং অডিও কল রেকর্ড করতে পারবেন

হোয়াটসঅ্যাপ ভিডিও কল এবং অডিও কল রেকর্ড করার জন্য স্ক্রিন রেকর্ডার ফিচার ব্যবহার করতে হবে। অনেক ফোনে এই ফিচার ইনবিল্ট থাকে।

ফোনে স্ক্রিন রেকর্ডিংয়ের ফিচার না থাকলে আপনাকে ফোনে স্ক্রিন রেকর্ডার অ্যাপ ইন্সটল করতে হবে। এরপরে অডিও বা ভিডিও কলের সময় শুধুমাত্র স্ক্রিন রেকর্ডিং অন করলেই হবে।

স্ক্রিন রেকর্ডিং অ্যাপে অডিও রেকর্ডিং এর ফিচার পাওয়া যায় এর সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপের অডিও কল খুব সহজে রেকর্ড করতে পারবেন

Google এর play store এ প্রচুর অ্যাপস রয়েছে যা স্ক্রিন রেকর্ডিং এর ফিচার দেয় বেশ কিছু অ্যাপ হিডেন সার্ভিসও দেয়

প্লে স্টোরে যে কোন অ্যাপ ইন্সটল করার আগে তার ডেসক্রিপশন এবং রিভিউ চেক করে নেবেন। মাথায় রাখবেন,  এর মধ্যে পার্সোনাল ডিটেলস বেশি শেযার করবেন না। তা লিক হতে পারে।