BY- Aajtak Bangla

 অফিসে ডেস্কটপের WhatsApp চ্যাট পড়েন সহকর্মী? লক করুন এভাবে

7 FEBRUARY, 2024

বর্তমানে ডিজিটাল দুনিয়ায় মানুষ অনেক বেশি টেক স্যাভি হয়ে গেছে। 

এখন বাড়ি গিয়ে দেখা করা, চিঠি লেখা অনেক কমেছে। সেই স্থান নিয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি। 

চিঠিতে লেখা ব্যক্তিগত কথা গোপন রাখার দিন শেষ, এখন হোয়াটসঅ্যাপের মেসেজ হাইড করে রাখার সময়।

অনেকেই আছেন যারা অন্যদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখেন লুকিয়ে লুকিয়ে। 

মোবাইলে হোয়াটসঅ্যাপ চ্যাট লক করার অপশন আছে, কিন্তু ডেস্কটপে নেই। 

কী করবেন যদি আপনার সহকর্মী লুকিয়ে লুকিয়ে আপনার চ্যাট দেখেন? রইল সামধান...  

 এবার থেকে ডেস্কটপেও হোয়াটসঅ্যাপ চ্যাট লক করে রাখা যাবে।  

এমনটাই জানা যাচ্ছে একটি রিপোর্ট থেকে, ওয়েব ভার্সনেও নাকি যুক্ত হবে চ্যাট লক অপশন।

এই অপশন দেখা যাবে সাইডবারে, এতে এক বা একাধিক চ্যাট লক করতে পারবেন। 

এছাড়াও, একটা লক ফোল্ডার বানিয়ে তার মধ্যে রাখতে পারবেন চ্যাট, যা শুধুমাত্র দেখতে পাবেন আপনিই।