18May, 2023

BY- Aajtak Bangla

সুন্দর পিচাই কোন ফোন ব্যবহার করেন? স্যামসাং ও অ্যাপেল-এর নাম নিলেন!

Google সম্প্রতি Pixel 7a ও Pixel Fold  লঞ্চ করেছে। দুটি ফোনের স্পেসিফিকেশনই জবরদস্ত।

অনেকের মনেই প্রশ্ন, Google-এর CEO সুন্দর পিচাই কোন ফোন ব্যবহার করেন। ওঁর কাছেও কি Google-এর ফোন রয়েছে, নাকি অন্য কোনও ব্র্যান্ড?

অবশেষে নিজেই খোলসা করলেন পিচাই। সম্প্রতি একটি সাক্ষাত্‍কার দেন পিচাই। Mrwhosetheboss ইউটিউব চ্যানেলে ইন্টারভিউটি স্ট্রিমিং হয়েছে।

সেই ইন্টারভিউতে পিচাই জানান, তিনি দীর্ঘ দিন ধরে Pixel Fold ব্যবহার করছেন। কারণ এই স্মার্টফোনটি অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি।

আরও একটি বড় খোলসা করেছেন পিচাই। শুধু Pixel Fold-ই ইউজ করেন না তিনি। অন্য কোম্পানির স্মার্টফোনও ব্যবহার করেন।

প্রাইমারি ডিভাইস হিসেবে তিনি Pixel 7 Pro ব্যবহার করেন। এছাড়াও ওঁর কাছে Samsung Galaxy ও iPhone-ও রয়েছে।

সুন্দর পিচাই জানালেন, তিনি দীর্ঘ দিন ধরে ফোল্ডেবল ফোন ইউজ করছেন। কিন্তু বিদেশ সফরে উনি হালকা ফোনই বেছে নেন।

তাই তখন ফোল্ডেবল ফোন নয়, Pixel 7 Pro-ই বেছে নেন। উনি জানান, একাধিক ফোন তিনি ব্যবহার করেন।

Pixel 7 Pro ছাড়াও Samsung Galaxy থেকে iPhone-- সবই চেখে নেন বলেও জানান পিচাই।