20 SEP 2025

BY- Aajtak Bangla

কোন কোন জিনিস নিয়ে ট্রেনে উঠলে জরিমানা হবে?

গন্তব্যে পৌঁছতে ট্রেন অসংখ্য মানুষের লাইফলাইন। 

লোকাল হোক বা এক্সপ্রেস, ট্রেনযাত্রার সময়ে যাত্রীরা অনেক জিনিস নিয়ে ওঠেন। 

তবে ট্রেনে উঠতে গেলে কিছু জিনিস সঙ্গে নিলে বিপদে পড়তে পারেন আপনি। 

বাজি কিংবা পটকা নিয়ে ভুলেও ট্রেনে উঠবেন না। বেআইনি এই কাজ করলে জেল কিংবা জরিমানা অবধারিত। 

স্টোভ বা গ্যাস সিলিন্ডার নিয়ে ট্রেনে উঠলেও জেল বা জরিমানা হতে পারে।

ট্রেনে অ্যাসিডের মতো জিনিস সঙ্গে নেওয়া যায় না।

ট্রেনে নারকেল নিয়েও ওঠা যায় না। এটি সম্পূর্ণ নিষিদ্ধ।