BY- Aajtak Bangla

বোকাদের কেন গাধা বলা হয়? আসল কারণ জানলে অবাক হবেন

21 March  2024

বোকা যাঁরা হন, তাঁদের আমরা গাধা বলে ডাকি। সাধারণত, নেতিবাচক অর্থে আমরা গাধা শব্দটি ব্যবহার করি। 

 যখন কেউ এমন কাণ্ড করেন যা হাস্যকর, তখন তাঁকে আমরা গাধা বলি।

তবে গাধাদের কিন্তু অনেক গুণ রয়েছে। তারা পরিশ্রমী হয়। প্রচুর মাল বইতে পারে।

  তা সত্ত্বেও কেন বোকা গাধারা? আসলে গাধারা সহজ-সরল স্বভাবের হয়। মালিকের কথা মতো কাজ করে।

 নিষ্ঠার সঙ্গে কাজ করে গাধারা। তাদের সহ্যশক্তি অনেক।

এমনকি, গাধাদের প্রখর স্মৃতিশক্তি রয়েছে।

তবে সহজ-সরল হওয়ায় মুখে রা কাটে না। সব কিছু সহ্য করে নেয়। তাই তাদের বোকা বলা হয়।

তাই যে সব ব্যক্তি সহজ-সরল হন এবং চতুর নন, তাঁদের আমরা গাধা বলে ডাকি।