BY- Aajtak Bangla
12 APRIL, 2024
কোথাও ঘুরতে গেলে আমরা সবার আগে দেখি কোথায় থাকব এবং কোন কোন সুবিধা পাওয়া যাবে।
আমারা এটাও ভাবি রাতে হোটেল ভাড়া নিলেও কেন পরের দিন দুপুরে ঘর ছেড়ে দিতে হয়।
আমাদের দেশের বেশির ভাগ হোটেলের নিয়ম এটাই যে দিনের যখনই চেকইন করুন আপনাকে চেকআউট করতে হবে দুপুর ১২টায়।
১২টা পার হয়ে গেলে গুনতে হবে একদিনের পুরো ভাড়া। সে আপনি সকাল ৬ টায় চেক ইন করলেও সময় অনুযায়ী ঘর ছেড়ে দিতে হবে।
আপনি ২৪ ঘণ্টার জন্য ঘরের টাকা দিলেও আপনি পুরো সময় ঘর ব্যবহার করতে পারবেন না।
এই নিয়ম হবার পিছনে বেশ কিছু কারণ আছে। সবচেয়ে বড় কারণ পরিষ্কার-পরিচ্ছন্নতা। চেকআউট টাইম আলাদা হলে ক্লিনিংয়ের কাজে সমস্যা হতে পারে।
দুপুর ১২টা এমন একটি সময় যখন গ্রাহক সহজেই রুম থেকে বের হতে পারেন। তৈরি হওয়ার জন্য তাকে তাড়াহুড়ো করতে হবে না এবং পরবর্তী গ্রাহকও ঘর পরিষ্কার পাবেন।
যে কোনও কাজ পরিচালনা করার জন্য একটি নিয়ম থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই বেশির ভাগ হোটেলে চেক আউটের সময় বেলা ১২টায় রাখা হয়।
ঘুরতে যাওয়ার পর তাড়াতাড়ি উঠতে কারোরই ভালো লাগে না, তাই যাত্রীদের সুবিধার্থে চেকআউট টাইম রাখা হয়েছে বেলা ১২টায়।
এই সময়ের মধ্যে আপনি আরামে উঠে আপনার জিনিসপত্র গুছিয়ে নিতে পারেন এবং সহজেই চেকআউট করতে পারবেন।