19 June, 2024

BY- Aajtak Bangla

Ambulance-এর সামনে উল্টো করে লেখা থাকে কেন? অনেকেই জানে না

আমরা অনেক কিছুই দেখি, কিন্তু অনেক সময় তা তলিয়ে ভাবি না। ফলে দেখা জিনিসও আমাদের কাছে না দেখাই থেকে যায়।

এমন একটা জিনিস আমরা ছোট থেকে দেখে আসছি। যেটা আমরা সবাই জানি। কিন্তু হয়তো কখনও তা নিয়ে ভাবিনি।

আপনি আমি সকলেই দেখেছি অ্যাম্বুল্যান্সে AMBULANCE লেখাটা সোজা করে লেখার পাশাপাশি উল্টো করে লেখা থাকে।

কিন্তু কখনও খেয়াল করে দেখিনি, কিংবা প্রশ্ন আসেনি, কেন উল্টো করে লেখা থাকে। আসুন আজকে জেনে নিই কেন লেখা থাকে?

আসলে আমরা আয়নায় কোনো জিনিসের প্রতিবিম্ব আনুভূমিকভাবে উল্টো দেখি। যেমন আয়নায় আমাদের ডান হাত হয়ে যায় বাম হাত।

তেমনই কোনও শব্দের প্রতিবিম্বও আমরা উল্টো আকারে দেখি। যেটা ডান থেকে শুরু হয় সে দেখি বাম থাকে।

তাই উল্টো অক্ষরের 'অ্যাম্বুলেন্স' শব্দটি সামনের কোন গাড়ির লুকিং গ্লাসে প্রতিফলিত হতে পারে। 

যাতে গাড়ির চালককে সঠিক অক্ষরের 'অ্যাম্বুল্যান্স' দেখায় যাতে সে অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ছেড়ে দিতে পারে।

সাধারণত রাস্তায় গাড়ির দর্পণ হিসেবে অবতল দর্পণ ব্যবহৃত হয়। কিন্তু প্রতিবিম্ব উল্টো করে গাড়ির আয়নায় দেখা যায়।

অ্যাম্বুলেন্স উল্টো করে লেখা থাকলেও সামনের গাড়ির চালক তার রিয়ার ভিউ আয়নাতে ঠিকই পড়তে পারবেন যে ‘AMBULANCE’ লেখা।