29 JANUARY 2025

BY- Aajtak Bangla

লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ছে ফেব্রুয়ারিতেই?

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেশ জনপ্রিয়। রাজ্যের প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা পান।

২০২১ সালে শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তখন প্রতিমাসে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা।

গত বছর লোকসভা নির্বাচনের আগে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি ঘোষণা করে রাজ্য সরকার।

১ হাজার টাকা করে প্রতিমাসে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। তফসিলি জাতি ও উপজাতির মহিলারা পান ১২০০ টাকা করে।

১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট মমতা সরকারের।

মনে করা হচ্ছে, এই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে।

অনেকের আশা, ১ হাজার টাকা থেকে বেড়ে দেড় হাজার টাকা বা ২ হাজার টাকা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে তফসিলি জাতি ও উপজাতির মহিলাদেরও বাড়বে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে মিলছে।

মমতার কথায়, 'আপনারা জানেন, আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে, যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান, তিনি সারাজীবন পাবেন।

এই লক্ষ্মীর ভাণ্ডার আমার মা–বোনেদের। উত্তরোত্তর বৃদ্ধি পাবে। লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়বে।'