27 May, 2023

BY- Aajtak Bangla

এলআইসি-র শেয়ার নিয়ে বড় আপটেড, মালামাল  গ্রাহকরা!

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) মার্চ ত্রৈমাসিকে ভালো মুনাফা অর্জন করেছে। এর পরেই এলআইসি-র শেয়ারে উত্থান দেখা যায়। 

অর্থনীতিবিদদের মতে,  একাংশের মতে, এই স্টকটি মালামাল করতে পারে গ্রাহকদের। 

দেশের বৃহত্তম সরকারি বীমা সংস্থা LIC মার্চ মাসে  'বাই' রেটিং ধরে রেখেছে। 

জেএম ফাইন্যান্সিয়াল এবং মতিলাল ওসওয়াল সিকিউরিটিজের মতো সংস্থা  LIC-তে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।

অর্থনীতিবিদদের মতে,  শেয়ারের দামে স্টকে ৫৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হতে পারে। 

জেএম ফাইন্যান্সিয়ালের মতে, এলআইসির বর্তমান মূল্যায়ন ২০২৫ ইভি-র ০.৫ গুণ কম। 

ব্রোকারেজ জানিয়েছে, বড় ক্লায়েন্ট বেসের কারণে স্টকটি পুনরায় রেট করা হবে।

মার্চ পর্যন্ত শক্তিশালী ব্র্যান্ড ইক্যুইটি, মূল এলআইসি পলিসি গ্যারান্টি ও মার্চ ত্রৈমাসিকের ফলাফলের পরে, জেএম ফাইন্যান্সিয়াল ৯৪০ টাকার লক্ষ্য নিয়ে মার্কেটে নেমেছে।