16 JUNE, 2023
BY- Aajtak Bangla
দাম ২.৫ লাখ , কেনো স্পেশাল 'মিয়াজাকি' আম?
আম বললেই আমাদের মালদার কথা মনে পড়ে যায়, কিন্তু এবারে শিলিগুড়ি তে হইচই।
শিলিগুড়িতে বসেছে আমের মেলা। নানান প্রকারের আম আছে ।
কিন্তু অবাক করার বিষয় এটাই, এখানে এক কেজি আমের দাম নাকি ২.৫ লক্ষ টাকা।
এটি হচ্ছে জাপানি বংশোদ্ভূত মিয়াজাকি। যেমন রঙ তেমনি রূপ।
মিলছে গীতাঞ্জলি ম্যাঙ্গো ফেস্টিভ্যালে।
মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু জাপানের মিয়াজাকি আম। জাপানে বলা হয় সূর্যদিম।
বীরভূমের সৌকত হোসেন নামে এক আম চাষী এই আম ফলিয়ছেন। মাত্র ১০ টি আম এনেছেন।
যেমন রূপ ও রঙ, তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী এবং লাভবান।
কেনার ক্ষমতা না থাকেলও, নেড়েচেড়ে দেখতে তো কোনো বাঁধা নেই।
Related Stories
ঘরেই AC সার্ভিস করুন , এক টাকাও লাগবে না
টাকা সুরক্ষিত রাখার ১০টি নিরাপদ জায়গা যেখানে সুদ ও লাভ দুটোই মেলে!
আজ রুপোর দাম কত? রইল আপনার শহরের রেট
বাড়ির পাশে জলা-ডোবা? সাপ ও পোকামাকড় থেকে ঘর বাঁচাতে যা করতেই হবে