BY- Aajtak Bangla
27 July 2025
১. ডিজিটাল হ্যান্ডলিংয়ে কমফোর্টেবল হতেই হবে। বেসিক কম্পিউটার স্কিল, অ্যাপস আর টুলস হাতে রাখতে হবে।
২. যে কোনও তথ্য থেকে প্যাটার্ন খুঁজে বের করতে পারলে সুযোগ বাড়বে। টেক স্যাভি থাকতে হবে।
৩. প্রোগ্রামার না হলেও লজিক বোঝাটা ফিউচারের জন্য জরুরি। নইলে পিছিয়ে পড়তে হবে।
৪. কতটা জানো সেটা গুরুত্বপূর্ণ নয়, সেটা অন্যদের বোঝাতে পারাটাই বড় স্কিল।
৫. জব, টুলস, স্কিল এগুলো প্রতিদিন বদলাচ্ছে, মানিয়ে নিতে পারলেই টিকে থাকবে। নইলে বাতিল।
৬. ক্রিটিক্যাল থিংকিং মানেই স্মার্ট ডিসিশন নেওয়া। অযথা পরিশ্রম নয়, খাটতে হবে সঠিক পথে।
৭. এআই যতই বড় হোক, ক্রিয়েটিভিটি সব সময় হিউম্যানদের হাতে থাকবে। তাই নিজের ক্রিয়েটিভিটিকে বাঁচিয়ে রাখতে হবে আর শান দিতে হবে।
৮. অর্থ কামাই করাটাই সব নয়, সঠিকভাবে ব্যবহার করাটাই আসল খেলা।
৯. নতুন কিছু শিখতে শিখতেই স্কিল আপগ্রেড হয়। তাই থমকে গেলে চলবে না। এগিয়ে যেতে হবে।
আজ যেটুকু শিখছো, কাল সেটাই তোমার বড় অস্ত্র হব। তাই শুরু করো এখনই। চলতে থাকতে হবে স্মার্টলি।