BY- Aajtak Bangla
7 November, 2023
হোয়ার্টসঅ্যাপের ইউজারদের জন্য সতর্কবার্তা জারি করেন সুপ্রিমকোর্ট।
এবার আপনার পুরোনো নম্বর ব্যবহার করতে পারবে অন্য কেউ। তা নিয়ে সতর্কবার্তাও জারি হয়েছে।
অর্থাৎ আপনার বন্ধ হয়ে যাওয়া নম্বর পুনরায় চালু করে ব্যবহার করতে পারে অন্য ব্যক্তি।
এয়ারটেল, রিলায়েন্স প্রভৃতি কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে কারও বাতিল করা নম্বর ফের চালু করা হবে।
TRAI-এর নির্দেশ অনুসারে, কেউ নম্বর ব্যবহার না করলে তা ৯০ দিনের মধ্যে বন্ধ হয়ে যায়।
এর বিরুদ্ধে মামলা করেন রাজেশ্বরী। TRAI রায়ের পক্ষে উত্তর দেন সঞ্জয় কাপুর।
সুপ্রিম কোর্ট তাতে সম্মতি জানায় এবং রায়ের কোনো পরিবর্তন করেন না কোর্ট।
কিন্তু ব্যক্তির পার্সোনাল ডেটা সংক্রান্ত আশঙ্কা তো রয়েই যাচ্ছে .
তবে তার উপায় কী? বিষয়টির সম্পর্কে বলেছে সুপ্রিমকোর্ট।
পুরোনো ফোনে নাম্বার যদি হোয়াটসঅ্যাপের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে নমবার বন্ধ করার আগে অ্যাকাউন্টকে মুছে দিতে হবে।
তার সঙ্গে ওয়ার্টসঅ্যাপের মেমরিতে থাকা সব কিছু মুছে তারপর নিষ্ক্রিয় করলে গোপনীয়তা রক্ষা করা সম্ভব।