মুখে থুতু ছিটিয়ে সম্মান জানায়, এই উপজাতির কথা আগে শুনেছেন?

BY- Aajtak Bangla

3 September, 2024

আফ্রিকার অন্যতম পরিচিত উপজাতি মাসাই।

মাসাইরা তাদের গরুকে পরিবারের সদস্যের মতো মনে করে এবং তাদের গরুর সংখ্যা দিয়ে তাদের সম্পদ গণনা করে।

মাসাই পুরুষরা সাধারণত অন্য আফ্রিকানদের তুলনায় লম্বা হন। চেহারা হয় মেদহীন, বলিষ্ঠ।

মাসাইরা তাদের যোদ্ধা গুণাবলী এবং বীরত্বের জন্য পরিচিত। সিংহকেও ভয় পান না তাঁরা।

মাসাইরা প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং তাদের নিজস্ব ধর্মীয় বিশ্বাস রয়েছে।

দুধ, রক্ত এবং মাংস মাসাইদের মূল খাদ্য।

স্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে মাসাইরা সাধারণত অন্যান্য আফ্রিকানদের তুলনায় দীর্ঘ আয়ু পান।

মাসাইরা একসঙ্গে সামাজিকভাবে বসবাস করেন। 

মাসাইরা বন্ধুত্ব বা সম্মান জানাতে পরস্পরের মুখে থুতু ছিটিয়ে অভিবাদন জানান। মাসাইদের একাংশ এখনও এই পুরানো রীতি মেনে চলেন। তবে বেশিরভাগ মাসাই হাতে থুতু দিয়ে করমর্দন করেন।

আধুনিক জীবনধারার প্রভাব সত্ত্বেও, মাসাইরা তাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে।