16 June, 2023

BY- Aajtak Bangla

১২ নার্স একসঙ্গে একই সময়ে প্রেগন্যান্ট, কীভাবে? PHOTOS

বেবি বুম! মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে একই সঙ্গে গর্ভবতী ১২ জন নার্স।

প্রত্যেকেই প্রেগন্যান্ট হয়েছেন একই সময়ে। এঁদের মধ্যে ১১ জন নার্স ও একজন মহিলা হাসপাতালের ইউনিট সেক্রেটারি।

জানা গিয়েছে, ৬ কন্যা, ৩ পুত্র ও আরও তিনটি সন্তান পৃথিবীতে আসতে চলেছে, যাদের লিঙ্গ নির্ধারণ করেননি মায়েরা।

এই বছরেই ১২ জন জন্ম দিচ্ছেন সন্তানের। দুই মহিলা গত মার্চ ও মে মাসে দুই সন্তানের জন্ম দিয়েছেন।

জুলাইয়ে আরও ৪ সন্তান আসছে, অগাস্টে ৩, সেপ্টেম্বরে ১, অক্টোবরে ১ ও নভেম্বরে ১ সন্তানের জন্ম হতে চলেছে।

হাসপাতালের এক মুখপাত্রের কথায়, 'এটা আমাদের কাছে ঐতিহাসিক ব্যাপার। ৫ মহিলা প্রথমবার মা হচ্ছেন।'

৩৫ বছর বয়সী প্রেগন্যান্ট হ্যালি ব্র্যাডশোর কথায়, 'আমরা ভীষণ সহযোগিতা পাচ্ছি। আমাদের যে কোনও সমস্যা নিয়ে বেশি ভাবতেই হচ্ছে না।'

তিনি বলছেন, 'আমরা একটি টিম হিসেবে কাজ করি, একে অপরের পাশে দাঁড়াই।'

ওই হাসপাতালে মোট ৫২ জন নার্স রয়েছেন। কিছু নার্স শুধু নাইট ডিউটি করছেন না গর্ভবতী অবস্থায়।