September 10, 2023
BY- Aajtak Bangla
ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত G-20-কে এখনও পর্যন্ত সবচেয়ে সফল সম্মেলন বলা হচ্ছে।
সম্মেলনের প্রথম দিনেই G-20 নেতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
একদিকে মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোর চালু, আফ্রিকান ইউনিয়নকে G20-তে প্রবেশের অনুমোদনের মতো ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় দিনেও G20-র সমস্ত দেশ নয়াদিল্লির ঘোষণাপত্র গ্রহণ করেছে।
G-20 সদস্য দেশগুলির সকলের সম্মতিতে 'নিউ দিল্লি লিডারস সামিট ডিক্লারেশন' গৃহীত হয়েছে।
G-20 শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোর চালু করা হয়েছে। এর ফলে শিপিংয়ের সময় এবং খরচ কমে যাবে। এটিকে চিনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিকল্প হিসেবে মনে করা হচ্ছে।
ভারতের আরও একটি প্রস্তাবে সম্মতি মিলেছে। সম্মেলনের প্রথম দিনেই গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স গৃহীত হয়েছে।
G-20 সম্মেলনের প্রথম দিনে, ভারত আফ্রিকান ইউনিয়নকে G-20-র স্থায়ী সদস্য করার প্রস্তাব করেছিল। সেটি গ্রহণ করা হয়েছে।
6G প্রযুক্তি নিয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হয়েছে। এতে চীনের কানেক্টিভিটি ডিভাইস সেক্টরে শক্তি কমে যাবে।